রাজধানী
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭৭২ মামলা
রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ডিএমপি ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। রবিবার (৫ অক্টোবর) সারাদিনব্যাপী পরিচালিত অভিযানে ট্রাফিক আইন অমান্যের অভিযোগে মোট ১,৭৭২টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় ৪০১টি গাড়ি ডাম্পিং এবং ৭১টি গাড়ি রেকার করা হয়েছে। ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত এই ধরনের অভিযান পরিচালনা করছে ডিএমপি ট্রাফিক বিভাগ।
ডিএমপি আরও জানিয়েছে, রাজধানীতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যান চলাচলের স্বাভাবিকতা বজায় রাখার স্বার্থে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
সচেতন মহল বলছে, ডিএমপির এ ধরনের অভিযান নগরীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।