রেমিট্যান্সে রেকর্ড ধারাবাহিকতায় এপ্রিলেও এলো দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়

ছবি: সংগৃহীত
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে নতুন সম্ভাবনার ইঙ্গিত মিলছে। সদ্য বিদায়ী এপ্রিল মাসে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলজুড়ে প্রতিদিন গড়ে ৯ কোটি ১৭ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। আগের বছরের একই সময়ে অর্থাৎ ২০২৪ সালের এপ্রিলের তুলনায় এবার রেমিট্যান্স বেড়েছে প্রায় ৩৫ শতাংশ।
২০২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে মোট রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৮ দশমিক ৩০ শতাংশ। এর আগে চলতি বছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার এবং ডিসেম্বরে তৃতীয় সর্বোচ্চ ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।
বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহে এই ঊর্ধ্বগতি দেশীয় অর্থনীতির জন্য স্বস্তির বার্তা বহন করছে। এটি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, টাকার মান স্থিতিশীল রাখা এবং আমদানি ব্যয় সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
