বিনোদন

অপূর্বর নতুন প্রজেক্ট শুরু


বিনোদন ডেস্ক
প্রকাশ :০৫ ডিসেম্বর ২০২১, ০৬:২৭ এএম

অপূর্বর নতুন প্রজেক্ট শুরু
ছবি: সংগ্রহ

নতুন প্রজেক্ট শুরু করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আনুষ্ঠানিকভাবে প্রযোজনা প্রতিষ্ঠান চালু করছেন। তার এই প্রযোজনা প্রতিষ্ঠানের নাম 'ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট'। 

শনিবার (৪ ডিসেম্বর) কেক কেটে প্রযোজনা প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন অপূর্ব। এ সময় উপস্থিত ছিলেন সাবিলা নূর, আনন্দ খালেদ, পরিচালক মাহমুদুর রহমান হিমি প্রমুখ।

জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত প্রথম নাটক 'শুধু তুমিময়'। এটি পরিচালনা করছেন মাহমুদুর রহমান হিমি। অভিনয় করেছেন অপূর্ব ও সাবিলা নূর। 

আলোচিত অভিনেতা অপূব বলেন, 'অভিনেতাদের প্রযোজনায় আসা নতুন কিছু নয়। দেশের বাইরে অভিনেতারা নিয়মিত প্রযোজনায় যুক্ত থাকেন। সেই তালিকায় আমার নাম যুক্ত হলো।'

নতুন কাজের বর্ণনা দিয়ে অপূর্ব আরও বলেন, ‘প্রাথমিকভাবে টেলিভিশন নাটক নির্মিত হলেও আগামীতে আরও বড় কিছু নির্মাণ করবে ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট। দর্শকদের বিনোদন দিতে চেষ্টা করবে আমার প্রতিষ্ঠানটি। সবার ভালোবাসা সহযোগিতায় এগিয়ে যেতে চাই।'