বিনোদন

লিফটে আটকে ১ ঘণ্টা পর উদ্ধার অভিনেত্রী নীলাঞ্জনা নীলা


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৪২ পিএম

লিফটে আটকে ১ ঘণ্টা পর উদ্ধার অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
লিফটে ১ ঘণ্টা আটকে থাকা অভিনেত্রী নীলাঞ্জনা নীলাকে উদ্ধার করল ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় লিফটে আটকে পড়েন জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। প্রায় এক ঘণ্টা আটকে থাকার পর ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে নিরাপদে উদ্ধার করেন।

সম্প্রতি ঘটে যাওয়া এ ঘটনার বিষয়টি নিজেই জানিয়েছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। তিনি সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন, যেখানে নিজের মোবাইলে ধারণ করা লিফটে আটকে থাকার মুহূর্তগুলো শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, লিফটের ভেতরে তিনি আতঙ্কিত হলেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করছেন এবং কথা বলার মাধ্যমে মানসিক চাপ কমানোর চেষ্টা করছেন। এমনকি এ সময় ব্যাগ থেকে একটি পানির বোতল বের করে পানি পান করতেও দেখা যায় তাকে।

পরে খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লিফটের দরজা সামান্য ফাঁক করে দেন যাতে নীলা শ্বাস নিতে পারেন। টানা এক ঘণ্টার চেষ্টায় অবশেষে তাকে নিরাপদে উদ্ধার করা হয়।

 

actor nela-1-Dhaka Prokah News-06-10-2025.jpg
লিফটে ১ ঘণ্টা আটকে থাকা অভিনেত্রী নীলাঞ্জনা নীলাকে উদ্ধার করল ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

অভিনেত্রীর আটকে পড়ার ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। তবে পরবর্তীতে তিনি নিরাপদে উদ্ধার হয়েছেন জেনে নেটিজেনরা স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ফায়ার সার্ভিসের প্রতি।

উল্লেখ্য, লাক্স তারকা হিসেবে বিনোদন জগতে পথচলা শুরু করেন নীলাঞ্জনা নীলা। তিনি ছোট পর্দার বহু নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি বদরুল আনাম সৌদ পরিচালিত ‘শ্যামা কাব্য’ চলচ্চিত্রেও দেখা গেছে তাকে।