অপেক্ষা

২২ মে ২০২৩, ০২:১৪ পিএম | আপডেট: ০২ জুন ২০২৩, ১২:৫৫ এএম


অপেক্ষা

সুপ্রিয় সকাল থেকে বসে আছি দীর্ঘ মগডালে।

এখন গভীর রাত , টিকাটুলির পুলিশ

দিনের ডিউটিশেষে গেছে দয়িতার আদর কাড়তে।

কেবল এফ এম জাগে , রাস্তার হ‍্যালোজেন জাগে ,

জাগে শ্মশানের ডাক্তার।এখন বিবশ হয়ে শুনি

মাতালের শ্রুতিনাট‍্য , কুকুরের মিঞা কি মল্লার।

আমার জন‍্য কোনো পুলিশের প্রেমিকার মতো

নেই বনলতা সেনের প্রশ্রয়।

পৌষের হিমশীতে নেই নীরা , নেই যক্ষপ্রিয়া।

বেকার , সেহেতু নেই একুশের রঙীন প্রভাত ,

আমার শ‍্যামলী নেই আরং - এর পাঞ্জাবি উপহার দিতে।

মগডালে উঠি রোজ , অনাবিল অলরাউন্ডার ,

উঠি নামি , নামি উঠি কপিল নিখাঞ্জ

বাহবা না দিয়ে পারবে না , কেননা উঠেছে ঢের ,

কপিল আমার মতো নামেন নি নিচে

নিভাজ নিয়ত!

আমার ইনক্রিমেন্ট নেই , নেই গ্র‍্যাচুয়িটি , পেনশন ,

নেই মহার্ঘ‍্যের ভাতা , কেবল রয়েছে ট্রি টপ।

পরিবেশবিদ্ ভাবে , যেন আমি বুড়িগঙ্গা নদী

কালাপানি , পূতিগন্ধ , পরিত‍্যক্ত বহিত্রসমেত।

 

ডিএসএস/ 


বিভাগ : সাহিত্য