বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

পোশাকশ্রমিকদের আন্দোলনে বিএনপির কালো হাত আছে: ওবায়দুল কাদের

ছবি: সংগৃহীত

শুক্রবার (১০ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পোশাক কারখানায় শ্রমিক আন্দোলনে স্পষ্টত বিএনপি ও এর দোসরদের কালো হাত আছে। তাদের উসকানি ও গুজবে নিরীহ শ্রমিকদের বিভ্রান্ত না হওয়ার জন্য আমি আহ্বান জানাই।

যৌথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুরসহ মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

 

ওবায়দুল কাদের বলেন, পোশাকশ্রমিকদের অধিকাংশ দাবি সমাধান হয়ে গেছে। বাকিটা সমাধানে শ্রমিকেরা এগিয়ে আসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি মনিটরিং করছেন। আমি শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। আশা করি, শ্রমিকরা নিজেদের ক্ষতি নিজেরা করবে না। শ্রমিকরা বিভ্রান্ত হলে ক্ষতিটা দেশের এবং শ্রমিকের নিজের হবে। গুজব রটনাকারীদের কোনো ক্ষতি হবে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতৃত্বে বিরোধী দলের আন্দোলনের নামে যে চোরাগোপ্তা হামলা, তা প্রতিরোধ করতে হবে এবং নির্বাচনের পরিবেশ বজায় রাখতে হবে। মনে রাখতে হবে, ভিন্নমতের প্রতিকূল স্রোতের সঙ্গে লড়াই করে যাচ্ছি আমরা। আজ বিভিন্নভাবে সরকারবিরোধী চক্রান্ত চলছে, দেশে-বিদেশে সরকারবিরোধী তৎপরতা চলছে। ২৮ তারিখে তাদের (বিএনপি) আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত- এটা বলা যায়। এখন স্বাভাবিক আন্দোলন ব্যর্থ হওয়ার পর তারা অস্বাভাবিক পথে চলতে শুরু করেছে। তাদের পুরনো রাজনীতির অভ্যাস অগ্নিসন্ত্রাসের উপাদান যুক্ত করেছে। এসব করে তারা শেখ হাসিনাকে হটানোর জন্য সবশেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রকাশ্যে পারছে না, চোরাগোপ্তা হামলা করছে।

Header Ad
Header Ad

ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা রাবি শিক্ষক, ভিডিও ভাইরাল

ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা রাবি শিক্ষক। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক সহযোগী অধ্যাপক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার ঘটনায় শিক্ষাঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

ঘটনাটি ঘটে রোববার (১২ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার সময়। শিক্ষার্থীদের দাবি, সেদিন বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের ৩০৭ নম্বর কক্ষে এক ছাত্রীকে নিয়ে প্রবেশ করেন ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহ। এরপর তিনি কক্ষের বৈদ্যুতিক বাতি বন্ধ করে দেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিছু শিক্ষার্থী কক্ষে গিয়ে দরজায় নক করেন। দীর্ঘ সময় পর দরজা খুলে দেওয়া হয়।

কক্ষে প্রবেশ করে তারা দেখেন, ছাত্রীটির হিজাব এবং ওড়না ছিল না। তার ব্যাগ, সেফটিপিনসহ বেশ কিছু ব্যক্তিগত সামগ্রী শিক্ষকের টেবিলে ছড়িয়ে ছিল। পাশে একটি বালিশও পড়ে থাকতে দেখা যায়। এ সময় কিছু শিক্ষার্থী মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, শিক্ষক নিজেই ওই ছাত্রীর মাথায় একটি রুমাল দিয়ে ঢাকার চেষ্টা করছেন। তখন শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন, কেন তিনি রুমাল পরাচ্ছেন? উত্তরে হেদায়েত উল্লাহ বলেন, “সে মেয়ে মানুষ, তাই।”

জানা গেছে, ওই ছাত্রী ফাইন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্রী এবং বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী। তিনি স্নাতকে (বিবিএ) ভালো ফলাফল অর্জন করেছিলেন এবং বর্তমানে স্নাতকোত্তরে (এমবিএ) অধ্যয়নরত।

অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ হেদায়েত উল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’-এর সক্রিয় সদস্য। কোটা আন্দোলনের সময় ছাত্র আন্দোলনের বিরোধিতায় আওয়ামীপন্থী শিক্ষকদের নানা কর্মসূচিতে তার অংশগ্রহণ ছিল।

এ বিষয়ে জানতে একাধিকবার মোহাম্মদ হেদায়েত উল্লাহর মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ফাইন্যান্স বিভাগের বর্তমান সভাপতি অধ্যাপক মো. শিবলী সাদিক বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। তবে তার বিরুদ্ধে এর আগে এক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ দিয়েছিল। তখন বিভাগের সাবেক সভাপতি বিষয়টি বসে মীমাংসা করে দিয়েছিলেন।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, “আমি এ বিষয়ে অবগত নই। কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, “আমি ঘটনাটি শুনেছি, তবে এখনো বিস্তারিত জানি না। আমি খোঁজ নিচ্ছি এবং বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব।”

Header Ad
Header Ad

ভারতের মণিপুরে বন্দুকযুদ্ধে নিহত ১০

ছবি: সংগৃহীত

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় আসাম রাইফেলসের সঙ্গে সংঘর্ষে ১০ জন সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছে। বুধবার (১৪ মে) ভোরে সীমান্তঘেঁষা নিউ সমতল গ্রামে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় সেনাবাহিনী।

পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড এক্স (প্রাক্তন টুইটার) পোস্টে জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পিয়ার কর্পসের অধীনস্থ আসাম রাইফেলস ইউনিট এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। এতে ঘটনাস্থলেই ১০ জন বন্দুকধারী নিহত হন।

বন্দুকধারীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সন্দেহজনক সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। অপারেশন এখনও চলমান রয়েছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, এই অঞ্চলটি মিয়ানমার সীমান্তঘেঁষা হওয়ায় দীর্ঘদিন ধরেই সেখানে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ‘অপারেশন সিঁদুর’ চালায়। পাল্টা জবাবে পাকিস্তানও সীমান্তে হামলা চালায়। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

Header Ad
Header Ad

রংপুরের পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

নিহত সিহাব মিয়া। ছবি: ঢাকাপ্রকাশ

রংপুরের মিঠাপুকুরে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিহাব মিয়া (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। তারা সবাই পেশায় ইলেকট্রিক মিস্ত্রী বলে জানা গেছে।

বুধবার (১৪ মে) দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের শঠিবাড়ি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিহাব মিয়া মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের জালাদিপুর গ্রামের বাসিন্দা মজনু মিয়ার ছেলে। আহতদের মধ্যে একজনের নাম মনিরুজ্জামান, তিনি একই ইউনিয়নের পাগলারহাট জালাদিপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। অন্যজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

দুর্ঘটনায় আহত দুজন। ছবি: ঢাকাপ্রকাশ

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে ঢাকা থেকে রংপুরগামী একটি মাছ বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর একজন, সিহাব, ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর দুইজনকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পরপরই পিকআপটি পালিয়ে যায়।

বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং যান চলাচল স্বাভাবিক করি।” তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক পিকআপটি শনাক্তে কাজ চলছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা রাবি শিক্ষক, ভিডিও ভাইরাল
ভারতের মণিপুরে বন্দুকযুদ্ধে নিহত ১০
রংপুরের পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, অভিযুক্তকে খুঁজছে পুলিশ
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৪ ফিলিস্তিনি
আমরা ভারতের বিরুদ্ধে ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: শেহবাজ শরিফ
পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ নার্সিং শিক্ষার্থীরা, শাহবাগে যান চলাচল শুরু
অভিযানে ক্ষতিগ্রস্ত ৩ রিকশাচালককে দেড় লাখ টাকা অনুদান, পাবেন চাকরিও
বিশ্বের ‘সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট’ হোসে মুজিকা মারা গেছেন
পিএসএলে দল পেলেন সাকিব আল হাসান!
বিজিবির অভিযানে মেহেরপুর সীমান্তে ৯৪ লাখ টাকার স্বর্ণসহ আটক ২
আ.লীগ সরকারের করা চুক্তিতে শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব: দুদক
আইপিএলে ডাক পেলেন মোস্তাফিজ, বিসিবি জানে না কিছুই!
টাঙ্গাইলে জেমসের কনসার্টে মোবাইল চুরির হিড়িক, থানায় ১২৯ জিডি
ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে
আত্মপক্ষের সুযোগ হারালেন টিউলিপ সিদ্দিক
১ মাস না যেতেই পাল্টে গেল ডেসটিনির রফিকুলের দলের নাম
অশ্লীলতার অভিযোগে ৬ অভিনেত্রী ও ৩ নির্মাতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল থেকে রেইড: আসিফ মাহমুদ
ইসরায়েলের বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলা (ভিডিও)