রাজনীতি
ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, তিনি দ্রুতই দেশে ফিরবেন। লন্ডন থেকে বিবিসি বাংলাকে দেওয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারে যখন তাকে প্রশ্ন করা হয়- তিনি কেন এখনো দেশে ফেরেননি, জবাবে তারেক রহমান বলেন, ‘কিছু সংগত কারণে হয়তো ফেরাটা এখনো হয়ে ওঠেনি। তবে সময় তো চলে এসেছে মনে হয়। ইনশাআল্লাহ, দ্রুতই ফিরে আসব।’
ঠিক কবে নাগাদ দেশে ফিরবেন জানতে চাইলে তিনি বলেন, ‘দ্রুতই মনে হয়। দ্রুতই, ইনশাআল্লাহ।’
সাক্ষাৎকারে তারেক রহমানের কাছে জানতে চাওয়া হয়, সম্ভাব্য নির্বাচনের আগে কি তিনি দেশে ফিরবেন? জবাবে তিনি বলেন, ‘আমি যখন রাজনীতি করি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের সঙ্গে আমার সম্পর্ক তো ওতপ্রোত। যেখানে একটি প্রত্যাশিত নির্বাচন হবে, সেখানে আমি দূরে থাকব—এটা হতে পারে না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে—যাতে সেই প্রত্যাশিত নির্বাচনের সময় আমি জনগণের সঙ্গে, জনগণের মাঝেই থাকতে পারি ইনশাআল্লাহ।’
দেশে ফেরা নিয়ে নিরাপত্তার শঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘শঙ্কার কথা তো আমরা অনেক সময় শুনেছি, বিভিন্ন মানুষের মুখেও, এমনকি সরকারের কিছু ব্যক্তির কাছ থেকেও। মিডিয়াতেও এসব এসেছে।’
সাক্ষাৎকারের শুরুতেই তারেক রহমান বলেন, ‘ফিজিক্যালি হয়তো আমি এই দেশে (লন্ডনে) আছি, কিন্তু মন-মানসিকতা সবকিছু মিলিয়ে আমি গত ১৭ বছর ধরেই বাংলাদেশেই আছি।’
গণমাধ্যমে দীর্ঘদিন অনুপস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যাপারটা এমন না যে আমি কথা বলিনি। আমি দলের দায়িত্বে থাকার পর থেকেই চেষ্টা করেছি নেতাকর্মী, সাধারণ মানুষ সবার সঙ্গে যোগাযোগ রাখতে। সামাজিক মাধ্যমে কথা বলেছি, পৌঁছানোর চেষ্টা করেছি, এবং ইনশাআল্লাহ পৌঁছেছি।’
তিনি অভিযোগ করেন, ‘বিগত স্বৈরাচার সরকারের আমলে কোর্ট থেকে আদেশ দিয়ে আমার কথা বলার অধিকার বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি গণমাধ্যমে কথা বলতে চাইলে অনেক সময় গণমাধ্যমের ইচ্ছা থাকলেও তারা তা প্রচার করতে পারেনি।’
তারেক রহমান বলেন, ‘আমি কথা বলেছি, সামাজিক মাধ্যমসহ বিভিন্ন পন্থায় আমি পৌঁছানোর চেষ্টা করেছি, আমি ইনশাআল্লাহ পৌঁছেছি মানুষের কাছে। কাজেই গণমাধ্যমে যে কথা বলিনি তা না। আমি কথা বলেছি হয়ত আপনারা তখন কথা নিতে পারেননি অথবা শুনতে পারেননি। ইচ্ছা থাকলেও ছাপাতে পারেননি, হয়ত প্রচার করতে পারেননি। কিন্তু আমি বলেছি, আমি থেমে থাকিনি।’
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান।