প্রবাস
আমিরাতে কারাবন্দি ‘জুলাইযোদ্ধা’ প্রবাসী বাংলাদেশি আব্দুল হামিদের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছেন 'জুলাই আন্দোলন'-এ অংশ নেওয়া বাংলাদেশি প্রবাসী আব্দুল হামিদ। তার বয়স হয়েছিল ৪৫ বছর। বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায়।
মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী কোহিনুর আক্তার।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল আবুধাবিতে রাজনৈতিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আব্দুল হামিদকে আটক করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে তিনি আল-সদর কারাগারে বন্দি ছিলেন।
কারাগারে থাকাকালে আব্দুল হামিদ মাত্র দুইবার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন। পরে অন্য বন্দিদের মাধ্যমে জানা যায়, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এরপরই আসে মৃত্যুর খবর। পরিবারের দাবি, ২২ সেপ্টেম্বর তিনি মারা যান। তবে এখনো তার মৃত্যুর কারণ স্পষ্ট নয়।
দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে আব্দুল হামিদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, পরিবারকে অবহিত করা হয়েছে এবং মৃতদেহ দেশে পাঠানোর জন্য আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ প্রতিবেদন ও মৃত্যু সনদ পাওয়ার পর মরদেহ দেশে পাঠানো হবে।
আব্দুল হামিদের স্ত্রী কোহিনুর আক্তার সরকারের কাছে দ্রুত মরদেহ দেশে ফেরানো এবং তার মর্যাদাপূর্ণ দাফন নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, আব্দুল হামিদ ছিলেন মধ্যপ্রাচ্যে ‘জুলাই আন্দোলনে’ অংশ নেওয়া প্রবাসী কর্মীদের একজন। বিভিন্ন সূত্র অনুযায়ী, এখনো এই আন্দোলনে যুক্ত থাকা ২৪ জন বাংলাদেশি প্রবাসী কারাবন্দি রয়েছেন আমিরাতে।