অর্থনীতি

স্বর্ণের দামে রেকর্ড, ভরি ছাড়ালো ২ লাখ টাকা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ পিএম

স্বর্ণের দামে রেকর্ড, ভরি ছাড়ালো ২ লাখ টাকা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম, যা এবার ইতিহাস গড়ে ২ লাখ টাকার সীমা অতিক্রম করেছে। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭২৬ টাকা।

সোমবার (৬ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষর করেছেন।

নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে কখনও দেশের বাজারে স্বর্ণের দাম এতটা উচ্চতায় পৌঁছায়নি, ফলে এই দামকে স্বর্ণের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড হিসেবে দেখা হচ্ছে।