বিনোদন
আঘাত নয়, ভালোবাসা নিয়েই বিদায় নিতে চাই: তাহসান
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান তার দীর্ঘ পঁচিশ বছরের গানের যাত্রায় শ্রোতাদের হৃদয় জয় করেছেন সুর, ছন্দ ও আবেগে। কিন্তু ক্যারিয়ারের রজতজয়ন্তীতে এসে শ্রোতা-ভক্তদের জন্য রেখে গেলেন এক গভীর দুঃসংবাদ—তিনি আর গান করবেন না, ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিচ্ছেন সংগীতজগৎ থেকে।
গত রোববার (৫ অক্টোবর) রাজধানীর এক প্রযুক্তিভিত্তিক অনুষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত হয়ে কয়েকটি গান পরিবেশন করেন তাহসান। এরপর তার পারফর্মেন্স শেষ হতেই উপস্থিত শ্রোতা-ভক্তদের মনে প্রশ্ন জাগে—এটাই কি তাহসানের শেষ মঞ্চ?
মঞ্চে উপস্থাপকের প্রশ্নের জবাবে তাহসান জানান, “আমি নিশ্চিত নই এটা এই বিষয়ে বলার সঠিক মঞ্চ কিনা। কারণ, আমি যা বলি, মানুষ তার অংশবিশেষ নিয়ে আরেকটা খবর বানিয়ে ফেলে। তাই এখন খুব সতর্ক থাকতে হয়।”
এরপর নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে তাহসান বলেন, “অনেক বছর আগে আমার ভাই আমাকে বলেছিলেন, সংগীতশিল্পীদের সময়কাল খুব সীমিত। আমি তখন ভাবতাম, একজন শিল্পী হয়তো স্বল্পকাল বাঁচেন, কিন্তু তার শিল্প বেঁচে থাকে চিরকাল।”
তিনি আরও বলেন, “আমি ততক্ষণই গান গাইতে চাই, যতক্ষণ মানুষের ভালোবাসার শিখরে আছি। মানুষ ভুলে যাওয়ার আগে ভালোবাসা নিয়েই বিদায় নিতে চাই। আঘাত নয়, ভালোবাসাই আমার শেষ প্রাপ্তি।”
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সফরে গিয়ে তাহসান ঘোষণা দেন, সেটিই ছিল তার শেষ আন্তর্জাতিক ট্যুর। ধাপে ধাপে তিনি গান থেকে সরে আসবেন বলে জানান তিনি।