বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

জোড়পূর্বক কৃষক পরিবারের জমি দখলের অভিযোগ

পটুয়াখালীর দুমকিতে এক দরিদ্র কৃষক পরিবারের চাষাবাদকৃত রেকর্ডিও সম্পত্তি জোড়পূর্বক দখল করে নিয়েছে প্রতিপক্ষের লাঠিয়াল বাহিনীর সদস্যরা। থানা পুলিশ ম্যানেজ ও স্থানীয় জনৈক ছাত্রনেতার প্রত্যক্ষ মদদে প্রকাশ্য দিবালোকে ওই দরিদ্র কৃষক পরিবারের লোকজনকে মারপিট করে তাদের আমনের ক্ষেত দখল করে নিয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে প্রেসক্লাব, দুমকির হলরুমে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কৃষক পরিবারের পক্ষে উপজেলার চরবয়েড়া গ্রামের বাসিন্দা মৃত হোচেন শরীফের ছেলে মো: কামাল শরীফ এসব অভিযোগ করেছেন।

লিখিত বক্তব্যে মো. কামাল শরীফ, অভিযোগ করেন, রাজাখালী মৌজার জেএল নং ২৬, সিএস২১৯, আরএস-৪৯৯ ও এসএ-৪৮, ৪১৩ ও ৭২৯ খতিয়ানের মোট ৮একর ৬৮শতাংশ জমির রেকর্ডিও অংশিদার হিসেবে তারা (অংশিদারগণ) ভোগ দখল করে আসছেন।

কিন্ত একই বাড়ির বাসিন্দা প্রতিপক্ষ মৃত-কালু শরীফের ছেলে মগবুল শরীফ ও ইউসুফ শরীফ গংরা অঢেল অর্থ-বিত্ত আর পেশী শক্তির জোড় খাটিয়ে বে-আইনী জনতাবদ্ধে জবর-দখল করেছে। শালিস ব্যবস্থা ও আইন কানুনের তোয়াক্কা না করে গায়ের জোড়ে প্রভাশালী একজন ছাত্রলীগ নেতার যোগসাজসে থানা পুলিশের প্রছন্ন সহায়তায় গত ২২ আগস্ট অর্ধশতাধিক ভাড়াটে লাঠিয়াল বাহিনী হামলা চালিয়ে আমাদের রোপনকৃত আমন ক্ষেতে ট্রাক্টর মেশিন দিয়ে ফের চাষাবাদ করে দখলে নিয়েছে।

এর আগেও একাধিকবার হামলা-মারধর ও মিথ্যে মামলায় জড়িয়ে পুলিশী হয়রানীও করেছে বলে অভিযোগ করেন। তিনি আরও অভিযোগ করে বলেন, ইতোপূর্বে বেশ কয়েক দফায় বিরোধীয় সম্পত্তির ভাগবন্টন নিয়ে থানার গোলঘর ও এলাকায় শালিস মিমাংসা, জমির মাপ-জোক ও রোয়েদাদ সত্ত্বেও তারা সিদ্ধান্ত না মেনে গায়ের জোড়ে আমাদের সম্পত্তি জবর-দখলে চেষ্টা চালাচ্ছে।

পুলিশ ম্যানেজ প্রশ্নের জবাবে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আমার দেয়া অভিযোগের কোন আইনী ব্যবস্থা না নিয়ে তদন্ত কর্মকর্তা দুমকি থানার এসআই আলী হোসেন উল্টো প্রতিপক্ষের টাকা খেয়ে আমাদের বিরুদ্ধে প্রসিকিউশন দিয়েছে। জমি দখলে জড়িত ছাত্রলীগনেতার নাম জানতে চাইলে হামলা সহিংসতার আশংকায় তিনি নাম প্রকাশে অনিহা প্রকাশ করেছেন।

এবিষয়ে প্রতিপক্ষের অভিযুক্ত দখলার মকবুল শরীফ অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের আংশিক রেকর্ডিও এবং খরিদকৃত জমি চাষাবাদ করেছি, জোড়-দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কামাল শরীফের দেয়া অভিযোগের তদন্তকারি কর্মকতা-দুমকি থানার এসআই মো. আলী হোসেন ঘুষের অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বহুবার শালিস নিস্পত্তির চেষ্টা করেছি, কিন্তু পক্ষদ্বয়ের অসহযোগিতার কারনে সম্ভব হয়নি।
এএজেড

Header Ad
Header Ad

সিলেট টেস্ট চলাকালে হার্ট অ্যাটাক, বিসিবি কর্মকর্তার মৃত্যু

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট চলাকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর মো. ইকরাম চৌধুরী মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

জানা গেছে, আজ (বুধবার) সিলেট টেস্টের চতুর্থ দিন সকালে স্টেডিয়ামে দায়িত্ব পালন করা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মো. ইকরাম চৌধুরী। এরপর পাশ্ববর্তী আল-হারামাইন হাসপাতালে নেওয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার নিকটজনদের ভাষ্যমতে, হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন।

এদিকে,আরও একটাবার টেলএন্ডারদের নিয়ে জাকের আলীর সংগ্রামের দৃশ্য দেখতে হলো বাংলাদেশকে। টপঅর্ডারে বড় রান না থাকার পর নাজমুল হোসেন শান্তর ফিফটি, মিডল অর্ডারে বাকিদের ব্যর্থতা আর শেষে জাকেরের প্রতিরোধ– সিলেট টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সারাংশ মোটাদাগে এমনই। চতুর্থ দিনে বাংলাদেশ সবমিলিয়ে স্কোরবোর্ডে তুলেছে ৭১ রান।

শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন জাকের আলী অনিক। থেমেছেন ৫৮ রান করে। বাংলাদেশ অলআউট হলো ২৫৫ রানে। লিড ১৭৩ রানে। সিলেটে সিরিজের প্রথম টেস্টে জয় পেতে জিম্বাবুয়ের দরকার ১৭৪ রান।

Header Ad
Header Ad

আমাকে দেখলেই মানুষ বলে ‘শাকিব খানের বউ’: টিকটকার রিমু

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ সুমাইয়া রিমু। বিভিন্ন ভিডিও এবং উপস্থিতির মাধ্যমে অনলাইনে বেশ ভাইরাল তিনি। বিভিন্ন সময় বক্তব্যের কারণেও থাকেন আলোচনায়। তবে তাকে রাস্তায় দেখলে মানুষ শাকিব খানের বউ হিসেবেই ডাকে, এমনটাই জানালেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন রিমু, যেখানে তিনি জানান রাস্তায় বের হলেই মানুষ তাকে শাকিব খানের স্ত্রী বা নায়িকা ভেবে ভুল করে।

সুমাইয়া রিমু বলেন, ‘আমি রাস্তাঘাটে বের হলে পাবলিক আমাকে এমন একটা নাম দিয়ে দিছে—মানুষ বলে, ‘এই দেখো শাকিব খানের নায়িকা যাচ্ছে।’ আবার কেউ কেউ বলে, ‘এইটা কি শাকিব খানের বউ না?’

তিনি আরও বলেন, ‘কালকে চার-পাঁচজন লোক এসে আমাকে বলেছে, এই যে শাকিব খানের বউ, তার সাথে দেখা করবো। মানে এই জিনিসগুলো আমার সাথে হচ্ছে।আমি বুঝলাম না—আমি তার সাথে কোনো সিনেমা করলাম না, কোনো কিছুই করলাম না, অথচ হয়ে গেলাম শাকিব খানের নায়িকা!’
তবে এই প্রচারণা বা ভুল বোঝাবুঝিকে নেতিবাচকভাবে দেখছেন না রিমু। বরং তিনি একে নিজের জন্য একটি ‘বড় ক্রেডিট’ হিসেবে দেখছেন। তার ভাষায়, “তো যাই হোক, এটা আমার সবথেকে বড় একটা ক্রেডিট। আর এটা আমার শুনতে ভালো লাগে।

 

Header Ad
Header Ad

ভয়েস অফ আমেরিকা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা আটকে দিলেন মার্কিন বিচারক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংবাদ পরিষেবা ভয়েস অফ আমেরিকা (ভিওএ) বন্ধে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা আটকে দিয়েছেন মার্কিন বিচারক রয়েস ল্যাম্বার্থ। ট্রাম্প বেআইনিভাবে সংবাদমাধ্যমটি বন্ধ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি। 

এতে বলা হয়, কংগ্রেস গঠিত ও রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত ওই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমটি ৮৩ বছর ধরে বিশ্বজুড়ে সংবাদ প্রচার করে আসছে। মার্চে ভয়েস অফ আমেরিকার ১৩০০ জনের বেশি কর্মীকে ছুটিতে পাঠায় ট্রাম্প প্রশাসন।

মঙ্গলবার দেয়া রায়ে রয়েস ল্যাম্বার্থ নির্দেশ দিয়েছেন যে, ট্রাম্প প্রশাসন যেন ভয়েস অফ আমেরিকার পূর্বের সক্ষমতা ফিরিয়ে আনে। ‘বামপন্থী পক্ষপাতিত্ব করা ও যথেষ্ট আমেরিকানপন্থী’ না হওয়ার অজুহাতে মার্চে সংবাদমাধ্যমটি বন্ধের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। তবে ভয়েস অফ আমেরিকার আইনজীবীরা বলেছেন, তারা নিরপেক্ষ, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।

রাষ্ট্রীয় অর্থায়নে চলা আরও দুটি সংবাদমাধ্যম হলো-রেডিও ফ্রি এশিয়া ও মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কস। বিচারক ল্যাম্বার্থ ওই দুটি সংবাদমাধ্যমের সক্ষমতা ফিরিয়ে আনারও নির্দেশ দিয়েছেন। তবে রেডিও ফ্রি ইউরোপ বা রেডিও লিবার্টি ও ওপেন টেকনোলজি ফান্ড এর ক্ষেত্রে একই রকম আবেদন নাকচ করেছেন ওই বিচারক।

রায়ে ল্যাম্বার্থ বলেছেন, ভয়েস অফ আমেরিকা বন্ধের পেছনে ছিলো তড়িঘড়ি করে নেয়া সিদ্ধান্ত। যা প্রমাণ করে প্রশাসনের উদ্দেশ্য ছিলো রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী প্রতিষ্ঠানের পুনর্গঠন। এদিকে ওই রায়কে ‘শক্তিশালী বার্তা’ হিসেবে দেখছে মিডিয়া কর্মীদের সংগঠন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সিলেট টেস্ট চলাকালে হার্ট অ্যাটাক, বিসিবি কর্মকর্তার মৃত্যু
আমাকে দেখলেই মানুষ বলে ‘শাকিব খানের বউ’: টিকটকার রিমু
ভয়েস অফ আমেরিকা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা আটকে দিলেন মার্কিন বিচারক
এসএসসি পাসেই বিমানে চাকরি, নেবে ৬৬২ জন
সৌদি সফর কাটছাঁট করে দেশে ফিরেই কঠোর হুঁশিয়ারি মোদির
কুয়েট ক্যাম্পাসে শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থীদের সঙ্গে চলছে আলোচনা
বিসিবির চাকরি ছাড়ছেন এলিট প্যানেলের আম্পায়ার সৈকত
ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল
‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ এর প্রতিবেদন বাতিল চান আজহারী
রাজধানীতে বড় সমাবেশ ডেকেছে বিএনপি
সাবেক গোয়েন্দা কর্মকর্তা নাজমুলকে গ্রেপ্তারে পরোয়ানা জারি
কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলা, নিহত ২৬
পালিয়ে গিয়েও থেমে নেই আড্ডা, কলকাতায় দেখা মিলল সাবেক মেয়র জাহাঙ্গীরের
বাবা হতে যাচ্ছেন নির্মাতা কাজল আরেফিন অমি
পারভেজ হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার
সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দিন: রুমিন ফারহানা
সমালোচনার মুখে পদত্যাগ করলেন উত্তর সিটির প্রশাসকের উপদেষ্টা ড. আমিনুল
আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা জানালেন আইন উপদেষ্টা
গোবিন্দগঞ্জে ১১ বছর পর আ.লীগের সাবেক এমপিসহ ২২১ জনের বিরুদ্ধে জামায়াতের মামলা