খেলা

বিসিবি সভাপতি বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত-ফারুক


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ পিএম

বিসিবি সভাপতি বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত-ফারুক
ছবি: সংগৃহীত

নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ হয়েছে বহুল আলোচিত ও নাটকীয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন। সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

তবে শেষ মুহূর্তে সহ-সভাপতি পদ নিয়ে তৈরি হয় নাটকীয়তা। শুরুতে গুঞ্জন ছিল, বুলবুলের সঙ্গে সহ-সভাপতি হবেন নাজমুল আবেদীন ফাহিম ও ফারুক আহমেদ। কিন্তু ফলাফল ঘোষণার পর দেখা যায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি হয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। জানা গেছে, শেষ মুহূর্তে নিজেকে সহ-সভাপতি পদপ্রার্থী থেকে সরিয়ে নেন ফাহিম।

রবিবার (৫ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত নির্বাচনে পরিচালনা পর্ষদের ২৫ জন পরিচালক নির্বাচিত হন। সভাপতি পদে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার প্রধান নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল।

নির্বাচিত পরিচালকদের তালিকা:

এনএসসি কোটা থেকে: এম ইসফাক আহসান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় কোটা):
চট্টগ্রাম বিভাগ: আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর
খুলনা বিভাগ: আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান
ঢাকা বিভাগ: নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল
বরিশাল বিভাগ: সাখাওয়াত হোসেন
সিলেট বিভাগ: রাহাত শামস
রাজশাহী বিভাগ: মোখলেসুর রহমান
রংপুর বিভাগ: হাসানুজ্জামান

ক্যাটাগরি-২ (ঢাকা ক্লাব কোটা): ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান, নাজমুল ইসলাম

ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কোটা): খালেদ মাসুদ পাইলট

এই নির্বাচনকে ঘিরে ক্রিকেটাঙ্গনে তীব্র আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত নাটকীয়তার পর নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে শেষ হলো বিসিবির এই নির্বাচন।