সারাবিশ্ব

থুনবার্গকে ‘ঝামেলাবাজ’ আখ্যা দিয়ে ডাক্তার দেখানোর পরামর্শ ট্রাম্পের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৩:২৭ পিএম

থুনবার্গকে ‘ঝামেলাবাজ’ আখ্যা দিয়ে ডাক্তার দেখানোর পরামর্শ ট্রাম্পের
ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়ে ফেরত আসার পর সুইডিশ জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ–কে নিয়ে তীব্র কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি থুনবার্গকে ‘ঝামেলাবাজ’ বলে আখ্যা দিয়ে মন্তব্য করেছেন যে, “ও এখন আর পরিবেশ নিয়ে কাজ করছে না, শুধু ঝামেলা করছে। তার ডাক্তার দেখানো উচিত, কারণ তার রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা আছে।”

স্থানীয় সময় সোমবার (৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

সম্প্রতি মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের এক নৌবহরে করে গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন গ্রেটা থুনবার্গসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৪০০ অধিকারকর্মী। অবরুদ্ধ গাজায় খাদ্য ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করলেও, গত শুক্রবার ইসরায়েলি নৌবাহিনী নৌবহরটি আটকে দেয় এবং সকলে আটক হন।

পরে সপ্তাহান্তে ১৩০ জনের বেশি কর্মীকে তুরস্কে ফেরত পাঠানো হয়, আর সোমবার থুনবার্গসহ কয়েকজনকে গ্রিস ও স্লোভাকিয়ায় পাঠানো হয়।

ইসরায়েলি হেফাজত থেকে ফিরে আসা কিছু অধিকারকর্মী ও আইনজীবী অভিযোগ করেছেন, থুনবার্গসহ আটককৃতদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।

উল্লেখ্য, থুনবার্গ ও ট্রাম্পের মধ্যে দীর্ঘদিন ধরেই বাকযুদ্ধ ও পারস্পরিক বিদ্রূপ চলে আসছে। ২০১৯ সালে যখন টাইম ম্যাগাজিন গ্রেটা থুনবার্গকে বর্ষসেরা ব্যক্তিত্ব ঘোষণা করে, তখনও ট্রাম্প তাকে কটাক্ষ করে বলেছিলেন, “ওর উচিত শান্ত হয়ে কোনো পুরনো সিনেমা দেখা।”

গ্রেটা থুনবার্গ বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুবসমাজকে সংগঠিত করার জন্য পরিচিত, অন্যদিকে ট্রাম্প জলবায়ু পরিবর্তন বিষয়ে সন্দেহপ্রবণ মনোভাব ও পরিবেশনীতি নিয়ে বিতর্কিত বক্তব্যের জন্য সমালোচিত।

এই সাম্প্রতিক মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে ট্রাম্পের প্রতি সমালোচনার ঝড় উঠেছে, বিশেষত মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত এক তরুণ অধিকারকর্মীকে ‘মানসিক অসুস্থ’ বলে আখ্যা দেওয়ার ঘটনায়।