সারাবিশ্ব
গাজা আলোচনা শেষে ফেরার পথে নিহত ৩ কাতারি কূটনীতিক
গাজা যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেওয়ার পর ফেরার পথে মিশরের শারম আল-শেখে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাতারের তিন কূটনীতিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (১১ অক্টোবর) স্থানীয় সময় রাতের দিকে এই দুর্ঘটনা ঘটে।
আল-কাহেরা নিউজের প্রতিবেদনে জানা যায়, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিতে পাঁচজন কাতারি নাগরিক ও একজন মিশরীয় চালক ছিলেন। ঘটনাস্থলেই তিন কূটনীতিক মারা যান।
কায়রোতে অবস্থিত কাতারি দূতাবাস এক বিবৃতিতে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে। দূতাবাস জানায়, নিহতদের মরদেহ আজ বিমানে করে দোহা পাঠানো হবে। আহত দুই কূটনীতিক বর্তমানে শারম আল-শেখ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার আগে এই কূটনীতিকরা কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক মাস ধরে চলা গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি সংক্রান্ত আলোচনায় অংশ নিয়েছিলেন।
এদিকে, এই দুর্ঘটনার একদিন পরই সোমবার থেকে শারম আল-শেখে শুরু হচ্ছে আন্তর্জাতিক শান্তি শীর্ষ সম্মেলন। এতে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে অন্তত ২০টিরও বেশি দেশের নেতা এই সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে।