বুধবার, ২১ মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

বিশ্বের ‘সবচেয়ে দামি’ গরু এটি, জেনে নিন কেমন তার বংশ পরিচয়

ছবি: সংগৃহীত

আর মাত্র কয়েকদিন পরেই কোরবানির ঈদ বা ঈদুল আযহা। ঈদকে সামনে রেখে সারাদেশের হাটগুলোতে বিভিন্ন আকার ও দামের গরু নিয়ে চলছে আলোচনা। কি নেই হাটে, চিত্রনায়ক শাকিব খান, জায়েদ খান কিংবা সালমান খানের নামেও ডাকা হচ্ছে গরুকে। আবার বংশ মর্যাদার ভিত্তিতেও দাম হাঁকছেন বিক্রেতারা। তবে দেশের কোনো হাটে না উঠলেও, ব্রাজিলের একটি গরুর দাম শুনলে চমকে উঠতে হবে। তুষার শুভ্র রঙের এই গরুর দাম ৪০ লাখ মার্কিন ডলার; যা বাংলাদেশি মুদ্রায় ৪৬ কোটি ৮৮ লাখ টাকারও বেশি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যমতে, এ পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে বেশি দামের গরু ‘ভিয়াতিনা-১৯ এফআইভি মারা মুভিস’। গরুটির দেহ বৃহৎ আকৃতির আর গায়ের রঙ তুষারের মতো সাদা। এর ওজন ১১০০ কেজি (দুই হাজার ৪০০ পাউন্ডেরও বেশি)। গরুটির ওজন তার বয়সের অন্য গরুগুলোর গড় ওজনের চেয়ে দ্বিগুণ।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের প্রাণকেন্দ্রের একটি মহাসড়কের পাশে গরুটির মালিকরা দুটি বিলবোর্ড লাগিয়েছেন। আর এতে তারা তাদের গরুটি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন।

খামারিরা এ জাতের গরুগুলো থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে ভ্রূণ তৈরি করে সেটি অন্য কোনো গরুর গর্ভে রেখে দেয়ার মাধ্যমে এসব জাতের গরুর উৎপাদন বাড়ানোর চেষ্টা করছেন। ভিয়াতিনা-১৯ এর ডিম্ব কোষ সংগ্রহের জন্য কেউ কেউ প্রায় আড়াই লাখ ডলার পর্যন্ত ব্যয় করেছেন।

ভিয়াতিনা-১৯ এর মালিকদের একজন নেই পেরেইরা। তিনি বলেন, ‘আমরা অভিজাত গবাদি পশু জবাই করছি না। আমরা তাদের প্রজনন করছি। আর শেষ পর্যন্ত আমরা তা পুরো বিশ্বকে খাওয়াতে যাচ্ছি।’

পেরেইরা আরও বলেন, ‘আমি মনে করি ভিয়াতানা তা পূরণ করতে সক্ষম।’

পেরেইরার মেয়ে ও পশু চিকিৎসক লরানি মার্টিন্স বলেন, ‘ভিয়াতানা একটি পরিপূর্ণ গরু। তার সেসব বৈশিষ্ট্য আছে; যা সব মালিকরা খুঁজে থাকেন।’

মার্কিন কৃষি বিভাগের তথ্যমতে, ব্রাজিলে লাখ লাখ গরু রয়েছে। তবে ভিয়াতিনা-১৯ এর মতো বিশাল দেহের গরুর সংখ্যা খুব কম।

দেশটির সরকার গরুর উৎপাদন বাড়িয়ে অন্যান্য দেশের নতুন নতুন মাংসের বাজার দখলে নিতে চাইছে। ব্রাজিল সরকারের এ আকাঙ্ক্ষার ফলই বলা চলে ‘ভিয়াতিনা-১৯’।

সূত্র: এপি

Header Ad
Header Ad

২৪ মে বগুড়ায় ছাত্রদল-স্বেচ্ছাসেবক-যুবদলের ‘তারুণ্যের সমাবেশ’

ছবি: সংগৃহীত

বিএনপির অঙ্গসংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল—আগামী শনিবার (২৪ মে) রাজশাহী ও রংপুর বিভাগের তরুণদের নিয়ে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ করতে যাচ্ছে। সমাবেশটি অনুষ্ঠিত হবে বিকেল ৩টায় বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুল ঈদগাহ মাঠে।

বুধবার (২১ মে) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন মতাদর্শ, সামাজিক পটভূমি ও পেশাজীবী শ্রেণি থেকে উঠে আসা তরুণ-তরুণীরা এই সমাবেশে অংশ নেবেন। সমাবেশ বাস্তবায়নে ব্যস্ত সময় পার করছেন রাজশাহী ও রংপুর অঞ্চলের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে ১০ মে কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের তরুণদের অংশগ্রহণে চট্টগ্রামে এবং ১৭ মে খুলনা ও বরিশাল বিভাগের অংশগ্রহণে খুলনায় একই ধরনের ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনের মূল লক্ষ্য হলো—তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং তাদের অধিকার আদায়ের আন্দোলনে সম্পৃক্ত করা।

Header Ad
Header Ad

দর্শনায় পুলিশের মরদেহ উদ্ধার, এক মাস পর ৭ সহকর্মীর নামে হত্যা মামলা

নিহত পুলিশ কনস্টেবল শামিম রেজা সাজু। ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গা দর্শনার ইমিগ্রেশন ভবন থেকে পুলিশ কনস্টেবল শামিম রেজা সাজুর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় সাত সহকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার একমাস পর নিহত পুলিশ সদস্যের বাবা বাদী হয়ে মঙ্গলবার (২০ মে) দর্শনা থানা আমলি আদালতে মামলাটি করেন।

আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দায়িত্ব দিয়েছেন। মামলায় বাদীপক্ষের আইনজীবী নাজমুল হাসান লাভলু বলেন, বাদীর অভিযোগ আদালতে দাখিল করা হয়েছে। আদালত অভিযোগ গ্রহণ করে তা তদন্তে সিআইডিকে দায়িত্ব দিয়েছেন।

জানা গেছে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হাসেম আলী ফরাজীর ছেলে শামিম রেজা সাজু চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন বিভাগে কর্মরত ছিলেন। গত ১৮ এপ্রিল সকালে চেকপোস্টের নতুন ভবনের দোতলার একটি কক্ষ থেকে শামিমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় দর্শনা থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছিল।

শামিমের লাশ উদ্ধারের এক মাসের বেশি সময় পর তাঁর বাবা হাসেম আলী ফরাজী আদালতে হত্যা মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে, সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) তারেক মাহমুদ, লাভলুর রহমান, মিঠুন হোসেন, সহিদুল ইসলাম, কনস্টেবল মেহেদী হাসান, ইমিগ্রেশন বিভাগের ইনচার্জ সহকারী পরিদর্শক (এসআই) রমজান আলী ও কনস্টেবল সোহেল রানাকে।

মামলায় বাদী উল্লেখ করেন, তাঁর ছেলে শামিম রেজা বিবাহিত এবং পাঁচ বছর বয়সী একটি ছেলেসন্তান আছে। পুত্রবধূ (শামিমের স্ত্রী) একমাত্র সন্তান নিয়ে তাঁর বাড়িতে এবং ছেলে (শামিম রেজা) চেকপোস্টের নতুন ভবনের দোতলায় অন্য সহকর্মীদের সঙ্গে থাকতেন। সংসারজীবনে কোনো অশান্তি ছিল না।

বাদীর অভিযোগ, দর্শনা ইমিগ্রেশনে বদলি হওয়ার পর থেকেই শামিম রেজা বৈষম্যের শিকার ছিলেন। বিভিন্ন খুঁটিনাটি কারণে ১ থেকে ৬ নম্বর আসামিরা তাঁকে (শামিম রেজা) মানসিক চাপে রাখতেন এবং কারণে-অকারণে তার সঙ্গে খারাপ ব্যবহার ও অকথ্য ভাষায় গালাগাল করতেন। শামিম প্রতিবাদ করায় ওই ছয়জন তাঁকে খুন করার হুমকি দিতেন। এসব কারণে শামিম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

মামলার এজাহারে দাবি করা হয়, ১৭ এপ্রিল ১-৫ নম্বর আসামিরা কনস্টেবল শামিমকে খুন করার হুমকি দিলে তিনি নিজ গ্রামের বাসিন্দা সহকর্মী (৭ নম্বর আসামি) সোহেল রানাকে হোয়াটসঅ্যাপে তা জানান। সোহেল রানা বিষয়টি শামিমের বাড়ির কাউকে না জানিয়ে অন্যদের (ছয় আসামি) তা জানিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে আসামিরা একে অপরের সহযোগিতায় ১৭ এপ্রিল রাত পৌনে ১১টার পর যেকোনো সময় শামিমকে হত্যা করে কক্ষের মধ্যে সিলিং ফ্যানের সঙ্গে লাশ ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করেন।

Header Ad
Header Ad

কক্সবাজার সৈকতে ফায়ার সার্ভিসকে প্রশিক্ষণ দিল মার্কিন সেনা-বিমান বাহিনী (ভিডিও)

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনায় সক্ষমতা বাড়াতে কক্সবাজারে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ। প্রশিক্ষণটি আয়োজন করে মার্কিন সেনা ও বিমান বাহিনী, সহযোগিতায় ছিল বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস।

এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার ইউনিটের ১৫ জন কর্মকর্তা ও কর্মী। গত ১৮ মে (রবিবার) শুরু হয়ে এটি শেষ হয় ২১ মে (বুধবার)। পুরো প্রশিক্ষণটি সম্পন্ন হয় কক্সবাজার সমুদ্র সৈকতের প্যারাসেলিং পয়েন্টে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধার ও সুরক্ষা দেওয়ার কৌশল রপ্ত করা। এতে ফায়ার সার্ভিসের সদস্যরা জলোচ্ছ্বাসে আটকে পড়া মানুষদের উদ্ধার, উচ্চতায় থেকে নামানোর পদ্ধতি এবং জরুরি রেসপন্স ব্যবস্থাপনার নানা দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পান।

তবে প্রশিক্ষণের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ঘিরে বিভিন্ন নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। কিছু নেটিজেন উদ্বেগ প্রকাশ করে মন্তব্য করেন, “কক্সবাজারে বিদেশি সেনা উপস্থিতি অশনি সংকেত হতে পারে।” অনেকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও প্রশ্ন তোলেন প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ও স্বচ্ছতা নিয়ে।

এ বিষয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম বলেন, “এটা শুধুই একটি প্রশিক্ষণ কার্যক্রম ছিল, এর বাইরে কিছু নয়। আমরা আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের লক্ষ্যে অংশ নিয়েছি। প্রশিক্ষণ শেষ করেই তারা (মার্কিন প্রশিক্ষক দল) আজ চলে গেছেন।”

তিনি আরও জানান, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়েছে।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

২৪ মে বগুড়ায় ছাত্রদল-স্বেচ্ছাসেবক-যুবদলের ‘তারুণ্যের সমাবেশ’
দর্শনায় পুলিশের মরদেহ উদ্ধার, এক মাস পর ৭ সহকর্মীর নামে হত্যা মামলা
কক্সবাজার সৈকতে ফায়ার সার্ভিসকে প্রশিক্ষণ দিল মার্কিন সেনা-বিমান বাহিনী (ভিডিও)
অপসারণ নয়, পররাষ্ট্র সচিব নিজেই সরে যেতে চান: পররাষ্ট্র উপদেষ্টা
এগারো বছরে সাংস্কৃতিক সংগঠন ‘জলতরঙ্গ’
বুকার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ভারতীয় লেখক বানু মুশতাক
ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যাকাণ্ডে আরও তিনজন গ্রেপ্তার
চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা করেছেন ভিপি নুর: ডিএনসিসি
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন নাহিদ রানা
গাইবান্ধায় একসঙ্গে আওয়ামী লীগপন্থি ৬ ইউপি চেয়ারম্যান আটক
হিলিতে ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে মা-মেয়েকে খুঁটিতে বেঁধে নির্যাতন
শেখ হাসিনার বিরুদ্ধে ভোট চুরির মামলা প্রত্যাহার করলেন সেই বিএনপি নেতা
পদত্যাগ করছেন স্বাস্থ্য উপদেষ্টার পিও মাহমুদুল, দুর্নীতির অভিযোগ অস্বীকার
বিএনপিপন্থি তিন উপদেষ্টার পদত্যাগ দাবি এনসিপির
করিডর নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি : খলিলুর রহমান
নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি এনসিপির, আন্দোলন চালানোর ঘোষণা
আসছে নতুন নোট, ৫ টাকায় থাকছে আবু সাঈদ ও মুগ্ধের ছবি (ভিডিও)
ইশরাকের মেয়র পদ নিয়ে হাইকোর্টের সিদ্ধান্ত কাল
যশ-নুসরাতের সম্পর্কে ভাঙনের সুর!