বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আবারও জানিয়েছেন, নির্বাচন নিয়ে তার অবস্থান পূর্বের মতোই রয়েছে এবং তিনি মনে করেন, নির্বাচন ডিসেম্বরেই অনুষ্ঠিত হওয়া উচিত।
বুধবার (২১ মে) ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে এই বক্তব্য দেন সেনাপ্রধান। অনুষ্ঠানে ঢাকায় কর্মরত সেনা কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং ঢাকার বাইরে থাকা কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন।
অনুষ্ঠানে জেনারেল ওয়াকার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যক্রমে জড়াবে না, যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তিনি জানান, সেনাবাহিনী বর্তমানে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
তিনি ঈদুল আজহার প্রেক্ষাপটে বলেন, মানুষ যেন নিরাপদে ঈদ উদযাপন করতে পারে, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন। সেনাবাহিনীর সদস্যদের নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে হবে। তা না হলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে, যা আঞ্চলিক ও বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে মারাত্মক ঝুঁকিপূর্ণ।
তিনি আরও বলেন, গত ৫ আগস্ট থেকে সেনাবাহিনী বিভিন্ন ইতিবাচক উদ্যোগ নিলেও কিছু মহল বাহিনীকে অন্যায্যভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। দেশীয় ও আন্তর্জাতিক স্বার্থান্বেষী গোষ্ঠী যেন এই পরিস্থিতির সুযোগ না নিতে পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সেনাপ্রধান।
অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে সেনাপ্রধান বলেন, মানবিক করিডর ইস্যুতে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রসঙ্গও যুক্ত করে বলেন, এই বিষয়ে যেকোনো পদক্ষেপ রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে গ্রহণ করা উচিত।
চট্টগ্রাম বন্দর ইস্যুতে তিনি বলেন, স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতাদের মতামতের ভিত্তিতে এবং রাজনৈতিক সরকারের মাধ্যমেই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত।
অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এবং জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন সংক্রান্ত প্রশ্নে জেনারেল ওয়াকার বলেন, এসব বিষয়ে তাকে কিছু জানানো হয়নি এবং কোনো পরামর্শ বা আলোচনাও হয়নি।
এই বক্তব্যের মাধ্যমে সেনাপ্রধান তার নিরপেক্ষ অবস্থান এবং পেশাদারিত্ব পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি নির্বাচনী সময়সীমা, অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করেন।