খেলা

শেষ মুহূর্তের গোলে হংকংয়ের কাছে হারলো বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১০:২৩ পিএম

শেষ মুহূর্তের গোলে হংকংয়ের কাছে হারলো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

৪৫ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর স্বপ্নে বিভোর ছিল বাংলাদেশ। ২০২৭ এশিয়া কাপের টিকিট কাটতে হলে এই ম্যাচে জয় ভিন্ন কোনো বিকল্প ছিল না। কিন্তু সব আশা ভেঙে চুরমার করে দিলো শেষ মুহূর্তের এক গোল। হংকংয়ের কাছে ৪-৩ ব্যবধানে হেরে এশিয়া কাপের স্বপ্ন থেকে ছিটকে গেল লাল-সবুজের দল।

bangladesh_loss1_Dhakaprokash.jpg

ঘরের মাঠে জাতীয় স্টেডিয়ামে দারুণ সূচনা করে বাংলাদেশ। ম্যাচের ১৩তম মিনিটে বাঁ প্রান্ত থেকে ফ্রি-কিকে দুর্দান্ত গোল করেন হামজা চৌধুরী। লেস্টার সিটির এই মিডফিল্ডারের বাঁকানো শটে এগিয়ে যায় স্বাগতিকরা।

প্রথমার্ধের যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে হংকংয়ের একটি কর্নার থেকে গোল খেয়ে বসে বাংলাদেশ। সঠিকভাবে বল ক্লিয়ার করতে না পারায় এভারটন কামারগো গোল করে ম্যাচে সমতা ফেরান (১-১)।

bangladesh_loss2_Dhakaprokash.jpg

বিরতির পর দ্রুতই ছন্দপতন ঘটে। ৫০ মিনিটে ডিফেন্ডার শাকিল আহাদের ভুল পাস থেকে গোল করে হংকংকে লিড এনে দেন রাফায়েল মারকিয়েস। এরপর ৭৫ মিনিটে ফের স্কোরশিটে নাম লেখান রাফায়েল, ফলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।

তবে বাংলাদেশ হাল ছাড়েনি। ৮৪ মিনিটে শেখ মোরসালিন গোল করে ব্যবধান কমান ৩-২। অতিরিক্ত সময়ের নবম মিনিটে কর্নার থেকে শমিত শোমের হেডে গোল করে বাংলাদেশকে ৩-৩ সমতায় ফেরান।

bangladesh_loss3_Dhakaprokash.jpg

গ্যালারিতে তখন উৎসবের ঝড়, মাঠে উল্লাস। মনে হচ্ছিল অন্তত ড্র নিয়েই মাঠ ছাড়বে বাংলাদেশ। কিন্তু ফুটবল যে নিষ্ঠুর! যোগ করা সময়ের ১১তম মিনিটে আবারও রাফায়েল। হ্যাটট্রিক পূরণ করে হংকংয়ের জয় নিশ্চিত করেন। তাতেই আবারও শেষ মুহূর্তে ৪-৩ গোলের ব্যবধানে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশ দলের।

১৯৮০ সালের পর দ্বিতীয়বার এশিয়া কাপে খেলার স্বপ্ন ছিল এই প্রজন্মের। কিন্তু শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে আসা সেই একটি গোল সবকিছু কেড়ে নিল।