বিনোদন

অবশেষে খালাতো ভাইকে বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:২৪ এএম

অবশেষে খালাতো ভাইকে বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি
পরীমনি। ছবি: সংগৃহীত

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি আবারও উঠে এলেন আলোচনায়। তবে এবার সিনেমা নয়, ব্যক্তিজীবন ঘিরেই হলো চর্চা। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শো-তে হাজির হয়ে নিজের প্রেম, বিয়ে ও পুরনো গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।

অনুষ্ঠানে উপস্থাপক রুম্মান রশীদ খান জানতে চান- শেখ সাদি কি তার প্রেমিক? উত্তরে পরীমনি হেসে বলেন, ‘ও আমার ছোট ভাইয়ের মতো।’

porimoni1_Dhakaprokash.jpg

এরপর জানতে চাওয়া হয়, তিনি বর্তমানে সিঙ্গেল কি না। পরীমনি বলেন, ‘না।’ একটু থেমে আবার বলেন, ‘আমি নিজেই বিশ্বাস করি না যে আমি সিঙ্গেল। আমার সারাক্ষণ প্রেম প্রেম লাগে, এটা থাকা ভালো।’

এতটুকু বলার পরই চলে আসে বহু আলোচিত সেই প্রশ্ন- পরীমনি কয়বার বিয়ে করেছেন?

নায়িকার জবাব, ‘একবার।’ উপস্থাপক প্রশ্ন তোলেন, শরীফুল রাজের কথা বলছেন বুঝি? তাহলে অন্যদের নিয়ে যে গুঞ্জন আছে? হেসে পরীমনি বলেন, ‘ওরা হয়তো সৎস্বামী, যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি!’

porimoni2_Dhakaprokash.jpg

এরপরই আসে বহুদিনের গুঞ্জিত সেই প্রশ্ন- তিনি কি খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন?

প্রসঙ্গত, শোবিজে পথচলার শুরুতেই পরীমনির সঙ্গে ইসমাইলের ঘনিষ্ঠতার কথা শোনা যায়। গত বছর এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর সেই গুঞ্জন আরও জোরালো হয়।

এই বিষয়ে পরীমনি বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।’

porimoni3_Dhakaprokash.jpg

এরপর সঞ্চালক জানতে চান, তুমি কতবার বিয়ে করতে চাও?

পরীমনি বলেন, ‘আমার না আসলে ১২টা বিয়ে করার (ইচ্ছা আছে)। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা (গুঞ্জন) এভাবে স্টাবলিশ (প্রতিষ্ঠিত) হবে—সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।’