রাজনীতি
নির্বাচনী প্রচারণায় নামছেন খালেদা জিয়া, বুলেটপ্রুফ মিনিবাসে দেশজুড়ে সফরের প্রস্তুতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ বিরতির পর ফের নির্বাচনী মাঠে সক্রিয় হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় সূত্রগুলো বলছে, প্রায় এক দশক পর তিনি সরাসরি প্রচারণায় অংশ নিতে পারেন। তার জন্য বিশেষভাবে আনা হচ্ছে একটি বুলেটপ্রুফ মিনিবাস।
সূত্র জানায়, বুলেটপ্রুফ এই মিনিবাসটি তৈরি হচ্ছে জাপানে। খালেদা জিয়ার স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে বিশেষ কাস্টমাইজড ডিজাইনে এই যান তৈরি করা হয়েছে। মিনিবাসটি ব্যবহার করেই তিনি দেশের বিভিন্ন জেলায় জনসভা ও নির্বাচনী সফরে অংশ নেবেন। সফরে তার সঙ্গে থাকবেন ব্যক্তিগত চিকিৎসক, নিরাপত্তা টিম ও সহকারী দল।
দলের একাধিক দায়িত্বশীল নেতা জানান, এরই মধ্যে মিনিবাস আমদানির জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও একটি বুলেটপ্রুফ গাড়ি আনার পরিকল্পনা রয়েছে।
দলীয় নেতাদের ভাষ্য, স্বাস্থ্যগত কারণে খালেদা জিয়া সরাসরি মাঠে নামতে না পারলেও প্রযুক্তির মাধ্যমে নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন। তবে তিনি নিজেই প্রচারণায় অংশ নিতে আগ্রহী, এমন ইঙ্গিত দিয়েছেন দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, “ম্যাডামের শরীর-স্বাস্থ্যের ওপর নির্ভর করবে তিনি সরাসরি প্রচারে অংশ নেবেন কি না।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, “নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ ম্যাডামের নিজস্ব। শারীরিকভাবে ফিট থাকলে তিনি অবশ্যই মাঠে নামবেন।”

দলীয় সূত্র জানায়, খালেদা জিয়া এবার ফেনী-১ আসন থেকে নির্বাচন করতে পারেন। বিষয়টি নিশ্চিত করেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। এর আগে তিনি ফেনীসহ বিভিন্ন আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছেন।
দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। এটি নির্বাচনী প্রক্রিয়ারই অংশ। তফসিল ঘোষণার পর প্রচারণা ও অংশগ্রহণ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত হবে।”
সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “উনার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা যদি অনুমতি দেয়, তবে তিনি নিশ্চয়ই কোনো না কোনোভাবে নির্বাচনে ভূমিকা রাখবেন।” তবে সরাসরি প্রার্থী হবেন কি না, সে বিষয়ে এখনো কিছু বলতে চাননি তিনি।
২০১৫ সালের ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সর্বশেষ নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন খালেদা জিয়া। এরপর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও এবার তার ফেরার খবরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
এদিকে, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সফরসূচি, ভ্রমণপথ ও জনসভাস্থল চূড়ান্ত করার কাজ চলছে। কয়েক সপ্তাহের মধ্যেই এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বিএনপি।