রাজধানী

রাজধানীতে জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড, ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তেজনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৪:৫১ পিএম

রাজধানীতে জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড, ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তেজনা
ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত কর্মী সমাবেশে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে, ফলে সমাবেশটি পণ্ড হয়ে যায়।

শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আকস্মিক উত্তেজনা ছড়িয়ে পড়লে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের অংশগ্রহণ, দলীয় প্রতীক নিয়ে ‘ষড়যন্ত্র’ এবং দলীয় ভবিষ্যৎ কৌশল নির্ধারণসহ নানা বিষয় নিয়ে জি এম কাদের জরুরি সভা আহ্বান করেছিলেন। সভাকে কেন্দ্র করে নেতাকর্মীরা সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে কাকরাইলে জড়ো হন।

সমাবেশের শুরুতে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়, যেখানে উপস্থিত ছিলেন দলীয় চেয়ারম্যান জি এম কাদের, কো-চেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারীসহ শীর্ষস্থানীয় নেতারা। শুরুতে কর্মীদের স্লোগানে এলাকা মুখর থাকলেও কিছুক্ষণের মধ্যেই দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ হস্তক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ টিয়ারশেল ছোড়ে এবং সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। এতে সমাবেশস্থল মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে সংঘর্ষের কারণ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। কেউ কেউ বলছেন, দলের ভেতর দলীয় প্রতীক নিয়ে মতবিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।