বিনোদন
প্রেম ভাঙার গুঞ্জন নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান
ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান শুধু অভিনয় নয়, ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই থাকেন আলোচনায়। এবার আলোচনার কেন্দ্রে এসেছে একটি গুঞ্জন, পরিচালক রেদওয়ান রনির সঙ্গে তার প্রেম নাকি ভেঙে গেছে। তবে এতদিন চুপ থাকলেও এবার এই বিষয়ে মুখ খুললেন সাদিয়া।
সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট করে বলেন, “এটা একটা ভুল ইনফরমেশন। কোথা থেকে শুনেছেন, সেটা আগে জানতে হবে।”
শোবিজে কিছুদিন ধরেই কানাঘুষা চলছিল- রনির জীবনে নাকি এসেছেন নতুন একজন নারী, আর সাদিয়া-রনির দূরত্বও নাকি দিন দিন বাড়ছে। আগের মতো একসঙ্গে দেখা যাচ্ছে না তাদের। যেমন সম্প্রতি ‘সাবা’ সিনেমার প্রিমিয়ারে ছিলেন না সাদিয়া, আবার অন্য একটি অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন রনি। এসব নিয়েই শুরু হয়েছে জল্পনা।
তবে সাদিয়ার ব্যাখ্যা ভিন্ন। তিনি বলেন, “সেদিন আমার শুটিং ছিল, তাই ‘সাবা’-এর প্রিমিয়ারে যেতে পারিনি। আর ডেইলি স্টারের ইভেন্টে আমি ছিলাম, কিন্তু ওর সঙ্গে দেখা যায়নি বলেই যদি প্রশ্ন ওঠে, তাহলে তো একটু বেশিই ভাবা হচ্ছে। একজন মানুষের সঙ্গে আমাকে সব জায়গায় দেখা যাবে- এমন তো কোনো নিয়ম নেই।”
রনির সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে সাদিয়া পরিষ্কার করে বলেন, তারা বন্ধু ছিলেন, এখনো আছেন। “আমরা খুব ভালো বন্ধু। একসঙ্গে যাই, আবার কাজের ব্যস্ততায় অনেক সময় দেখা হয় না এটাই স্বাভাবিক। সে এখন সিনেমা নিয়ে ব্যস্ত, আমি নিয়মিত নাটকের শুটিং করছি। সময় মেলানো কঠিন।”
রনির ‘নতুন প্রেম’ নিয়েও মন্তব্য করেছেন সাদিয়া। বলেন, “সে যদি কারো সঙ্গে প্রেম করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি এতে কিছু বলার নেই। সে আমার বন্ধু, তার পছন্দ সে-ই জানে। আমি যতটুকু জানি, সে এখন তার সিনেমা নিয়েই ব্যস্ত।”
শেষে সাদিয়া যোগ করেন, “আমাদের যোগাযোগ আছে, কথা হয়। দেখা না হলেও বন্ধুত্বে কোনো দূরত্ব তৈরি হয়নি।”