বিনোদন

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা জাহিদ হাসান


বিনোদন ডেস্ক
প্রকাশ :১০ জুন ২০২৫, ০১:৫৬ পিএম

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা জাহিদ হাসান
অভিনেতা জাহিদ হাসান। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক জাহিদ হাসান শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত চার দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

অভিনেতার পারিবারিক সূত্রে জানা গেছে, নাটকের শুটিংয়ে অংশ নিতে ১০ জানুয়ারি নেপাল গিয়েছিলেন জাহিদ হাসান। সেখানে ঠান্ডা আবহাওয়ার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। সাত দিন নেপালে থাকার পর ১৭ জানুয়ারি দেশে ফেরেন। দেশে ফেরার পর সাধারণ স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে হাসপাতালে গেলে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ভর্তি হওয়ার পরামর্শ দেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাজমার সমস্যার কারণে তাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের ‘সি’ ব্লকের একটি কেবিনে আছেন। চিকিৎসকদের মতে, ঠান্ডা, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের কারণে তার শারীরিক অবস্থা খারাপ হয়েছিল। তবে এখন অনেকটাই সুস্থ আছেন তিনি।

চিকিৎসাধীন অবস্থায় জাহিদ হাসানের পাশে রয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এবং তাদের দুই সন্তান।

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান দীর্ঘদিন ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন। শুধু অভিনয় নয়, প্রযোজক হিসেবেও সমানভাবে সক্রিয় তিনি।

সম্প্রতি ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘উৎসব’। তানিম নূরের পরিচালনায় পারিবারিক গল্পনির্ভর এই সিনেমায় আরও অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী ও জয়া আহসান।