আইন আদালত

মিথ্যা অপহরণ ও চাঁদাবাজির মামলা থেকে ঢাবি ছাত্রদল নেতা শাওনের জামিন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০১:২২ পিএম

মিথ্যা অপহরণ ও চাঁদাবাজির মামলা থেকে ঢাবি ছাত্রদল নেতা শাওনের জামিন
ছাত্রদলের ঢাবি শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন। ছবি: সংগৃহীত

মিথ্যা অপহরণ ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর অবশেষে জামিন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন।

মামলার বাদী নিজে আদালতে উপস্থিত থেকে শাওনের জামিনে সম্মতি দেওয়ায় আদালত তাঁকে জামিন মঞ্জুর করেন।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে শুনানি শেষে বাদীর জিম্মায় ৫০০ টাকার বন্ডে জামিন পান শাওন।

এ সময় আদালতে মামলার বাদী শেখ নাঈম আহমেদ স্বশরীরে উপস্থিত হয়ে হলফনামা দাখিল করেন। সেখানে তিনি উল্লেখ করেন, “ঘটনাস্থলে নাছির উদ্দিন শাওন উপস্থিত থাকলেও এ ঘটনায় তাঁর কোনো তৎপরতা ছিল না। তিনি জামিন পেলে আমার কোনো আপত্তি নেই।”

বাদীর বক্তব্য শুনে আদালত শাওনের পক্ষে যুক্তি গ্রহণ করে তাঁকে জামিন প্রদান করেন। তবে মামলার অপর দুই আসামি মো. হেলাল উদ্দিন ও মোহাম্মদ ইদ্রিসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক মোকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “আদালত বাদীর জিম্মায় ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওনকে জামিন দিয়েছেন।”

এদিকে ছাত্রদল নেতাদের দাবি, নাছির উদ্দিন শাওন একজন দায়িত্বশীল ও সৎ ছাত্রনেতা। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে এ মামলায় জড়ানো হয়েছিল। আদালতের রায়ে সত্যের বিজয় হয়েছে বলে তাঁরা মন্তব্য করেন।