খেলা

রঞ্জি ট্রফিতে ১৪ বছর বয়সেই সহ-অধিনায়ক হয়ে ইতিহাস গড়ল সূর্যবংশী


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৩২ পিএম

রঞ্জি ট্রফিতে ১৪ বছর বয়সেই সহ-অধিনায়ক হয়ে ইতিহাস গড়ল সূর্যবংশী
বৈভব সূর্যবংশী। ছবি: সংগৃহীত

ভারতের ক্রিকেটের নতুন বিস্ময়বালক বৈভব সূর্যবংশী মাত্র ১৪ বছর বয়সে রঞ্জি ট্রফিতে সহ-অধিনায়ক হয়ে আলোড়ন সৃষ্টি করেছেন। আসন্ন মৌসুমে বিহার রাজ্য দলের হয়ে খেলবেন তিনি। প্রথম দুই ম্যাচের স্কোয়াডে অধিনায়ক সাকিবুল গানির সহকারী হিসেবে রাখা হয়েছে বৈভবকে। নতুন মৌসুম শুরু হচ্ছে আগামী ১৫ অক্টোবর।

এর আগে মাত্র ১৩ বছর বয়সে আইপিএলে সুযোগ পাওয়ার মাধ্যমে ইতিহাস গড়েছিলেন বৈভব। ১৪ বছর ৩২ দিনে ৩৫ বলে সেঞ্চুরি করে তিনি টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করা ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েন। আইপিএলে সাত ম্যাচে ২৫২ রান করেছেন এই ব্যাটার।

 

virob-2-Dhaka Prokah News-13-10-2025.jpg
বৈভব সূর্যবংশী। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বৈভব ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিভিন্ন সিরিজে খেলে অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে জুলাইয়ে ইংল্যান্ড সফরে ৭৮ বলে ১৪৩ রান করে যুব ওয়ানডে ইতিহাসের দ্রুততম শতরানের কীর্তি সৃষ্টি করেছেন। ওই সিরিজে পাঁচ ম্যাচে ৩৫৫ রান সংগ্রহ করেন তিনি ১৭৪ স্ট্রাইক রেটে।

রঞ্জি ট্রফিতে তার পথচলা শুরু হয় গত বছরের জানুয়ারিতে, মাত্র ১২ বছর ২৮৪ দিন বয়সে বিহারের হয়ে। যদিও প্রথম শ্রেণির ক্রিকেটে টানা সুযোগ না পাওয়ায় এখনও বড় কিছু ইনিংস করতে পারেননি; পাঁচ ম্যাচে মোট রান ১০০, সর্বোচ্চ ইনিংস ৪১।

ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, এই অল্প বয়সেই আগ্রাসী ব্যাটিং এবং অভিজ্ঞতা অর্জনের কারণে বৈভবকে ভারতের ক্রিকেটের ভবিষ্যতের বড় তারকা হিসেবে দেখা হচ্ছে।