গ্রেপ্তার আতঙ্কে ভারত সফর বাতিল করলেন চঞ্চল চৌধুরী! (ভিডিও)

চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী তার অভিনয় দক্ষতা দিয়ে বহু দর্শকের হৃদয় জয় করেছেন। তবে সম্প্রতি তাকে ঘিরে তৈরি হয়েছে এক অন্যরকম আলোচনার কেন্দ্রবিন্দু। ঢাকার ভাটারা থানায় দায়ের হওয়া এক হত্যাচেষ্টা মামলায় নাম আসায় গ্রেপ্তার আতঙ্কে ভারত সফর বাতিল করেছেন অভিনেতা।
গত ২৮ এপ্রিল, ভাটারা থানায় এনামুল হক নামের এক ব্যক্তি চঞ্চল চৌধুরীসহ ১৭ জন শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেন। এই মামলার পর থেকেই নাম আসছে একাধিক তারকার, যার মধ্যে অন্যতম চঞ্চল চৌধুরী।
গত রোববার একই মামলায় ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকা বিমানবন্দর থেকে থাইল্যান্ড গমনের সময় ইমিগ্রেশন পুলিশ আটকে দেয় এবং পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার তদন্তের অংশ হিসেবে তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। মঙ্গলবার জামিনে মুক্তি পান ফারিয়া।

এই ঘটনার রেশ না কাটতেই ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে উঠে এসেছে, চঞ্চল চৌধুরীও গ্রেপ্তার আতঙ্কে কলকাতার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ বাতিল করেছেন। ‘নিউজ ১৮’ এবং ‘টিভি নাইন বাংলা’-এর প্রতিবেদনে বলা হয়েছে, তিনি রবিবার কলকাতায় একটি বড় সাংস্কৃতিক আয়োজনে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সফর স্থগিত করেছেন।
চঞ্চলের এই সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত কারণ বলা হলেও শিল্পী সমাজে ছড়িয়ে পড়েছে উদ্বেগ—একাধিক তারকার নামে মামলা থাকায় গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন অনেকে। আলোচনায় এসেছে অপু বিশ্বাস ও জ্যোতিকা জ্যোতিও।
চঞ্চল চৌধুরীর মতো শক্তিশালী অভিনেতার ভারত সফর বাতিলের খবর দুই বাংলার সংস্কৃতি অঙ্গনের মধ্যে এক ধরনের অস্বস্তির বাতাবরণ তৈরি করেছে। ‘হাওয়া’, ‘তুফান’ কিংবা ‘পদাতিক’-এর মৃণাল সেনের চরিত্রে তার অনবদ্য অভিনয়ের কারণে যিনি ওপার বাংলার দর্শকদেরও মন জয় করেছেন।
