মোদির ছবিযুক্ত নেকলেস পরে কানের মঞ্চে ভারতীয় অভিনেত্রী

অভিনেত্রী রুচি গুজ্জর। ছবি: সংগৃহীত
৭৮তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে বরাবরের মতোই ঝলমলে উপস্থিতি দেখিয়েছেন তারকারা। তবে এবারের আয়োজনের এক ভিন্ন আলোচনার জন্ম দিয়েছেন ভারতের হরিয়ানাভিত্তিক অভিনেত্রী রুচি গুজ্জর।
সোনালি লেহেঙ্গা আর রাজস্থানি সাজে সজ্জিত রুচি কানের রেড কার্পেটে উপস্থিত হয়ে চমকে দিয়েছেন সবাইকে—কারণ তার গলায় ঝুলছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত একটি নেকলেস!

১৩ মে ফ্রান্সের কান শহরে পর্দা ওঠে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের। শুরু থেকেই রেড কার্পেট মাতিয়ে তুলেছেন ঊর্বশী রাউতেলা, জ্যাকুলিন ফার্নান্দেজ, মৌনি রায়ের মতো বলিউড তারকারা। তবে মোদির মুখ সম্বলিত নেকলেস পরে আন্তর্জাতিক দৃষ্টিকে একঝটকায় নিজের দিকে ঘুরিয়ে আনেন রুচি গুজ্জর।
নিজের ব্যতিক্রমী ফ্যাশন চয়েসের ব্যাখ্যায় রুচি বলেন, "প্রধানমন্ত্রী মোদি শুধু ভারতের নেতা নন, তিনিই আমাদের আন্তর্জাতিক পরিচয়ের প্রতীক। এই নেকলেস তার নেতৃত্বের প্রতি আমার শ্রদ্ধার প্রতীক।"
২০২৩ সালে মিস হরিয়ানা খেতাবজয়ী রুচি গুজ্জর মূলত কাজ করছেন হরিয়ানার আঞ্চলিক চলচ্চিত্রে। কিন্তু কান ফিল্ম ফেস্টিভালের মঞ্চে তার এমন রাজনৈতিক বার্তাবাহী উপস্থিতি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা—নেটপাড়ায় প্রশংসা যেমন রয়েছে, তেমনি বিতর্কও।
