স্বাস্থ্য
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪১৩
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে নতুন করে ৪১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শনিবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলতি বছরে মোট ২২৪ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে—
- বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩২ জন,
- চট্টগ্রাম বিভাগে ৯৩ জন,
- ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন,
- ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৫ জন,
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭ জন,
- ময়মনসিংহ বিভাগে ১৫ জন ভর্তি হয়েছেন।
এদিকে, একই সময়ে ৪১০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ৫০ হাজার ৯২৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
২০২৫ সালের ১১ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৫৩ হাজার ৬০৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৬১ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৯ শতাংশ নারী।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন, যাতে ডেঙ্গুর বিস্তার রোধ করা যায়।