জাতীয়
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে করা যাবে হজযাত্রী নিবন্ধন
২০২৬ সালের হজে অংশ নিতে ইচ্ছুক যাত্রীরা এখন থেকে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও নিবন্ধন করতে পারবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ সংক্রান্ত শর্ত শিথিল করেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে পাঠানো এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
আদেশে বলা হয়েছে, ২০২৬ সালের হজে অংশগ্রহণে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের সুবিধার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়, নিবন্ধনের সময় পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলেও সমস্যা নেই। তবে হজের ভিসা প্রসেসিংয়ের আগে অবশ্যই নবায়ন করা পাসপোর্ট সিস্টেমে হালনাগাদ করতে হবে। অন্যথায়, সংশ্লিষ্ট যাত্রীর ভিসা ইস্যু হবে না।
সিদ্ধান্ত অনুযায়ী, হজযাত্রী বা হজ এজেন্সিকে পাসপোর্ট নবায়নের পর ভিসার জন্য প্রয়োজনীয় পিআইডি আপডেট করতে হবে। এজন্য নির্ধারিত সময়ের মধ্যেই পাসপোর্ট নবায়নের তাগিদ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবের হজ রোডম্যাপ অনুযায়ী, ২০২৬ সালের হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শেষ হবে ১২ অক্টোবর। তাই নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট নবায়নসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।