অর্থনীতি
অর্থনীতিতে নোবেল পেলেন ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট
উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক তত্ত্ব উপস্থাপনের জন্য এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন বিশিষ্ট অর্থনীতিবিদ— ইওয়েল মোকিয়র (Joel Mokyr), ফিলিপ আগিয়োঁ (Philippe Aghion) এবং পিটার হাউইট (Peter Howitt)।
সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করে। অ্যাকাডেমির এক বিবৃতিতে জানানো হয়, “উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাখ্যা ও পূর্বশর্তগুলো নির্ধারণের অবদানের জন্য এ তিন অর্থনীতিবিদকে এ বছরের অর্থনীতিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।”
পুরস্কারের অর্ধেক পেয়েছেন ইওয়েল মোকিয়র, যিনি প্রযুক্তিগত উদ্ভাবন ও জ্ঞানভিত্তিক অর্থনৈতিক পরিবর্তনের প্রভাব নিয়ে যুগান্তকারী গবেষণা করেছেন। বাকি অর্ধেক যৌথভাবে পেয়েছেন ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট, যারা “সৃজনশীল বিনাশ” (Creative Destruction) তত্ত্বের মাধ্যমে আধুনিক প্রবৃদ্ধি অর্থনীতির ভিত্তি স্থাপন করেছেন। তাদের গবেষণা তুলে ধরেছে— কীভাবে উদ্ভাবন, প্রতিযোগিতা ও নীতিগত পরিবর্তন একসঙ্গে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে।
এই পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে পরিচিত “সেভেরিজেস রিক্সব্যাঙ্ক পুরস্কার ইন ইকনমিক সায়েন্সেস ইন মেমরি অব আলফ্রেড নোবেল” নামে। এর আর্থিক মূল্য ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলার।
প্রতিবছর আলফ্রেড নোবেলের স্মৃতিকে সম্মান জানিয়ে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি ও অর্থনীতি—এই ছয়টি বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হয়। গত সপ্তাহে চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, শান্তি ও সাহিত্যের জন্য পুরস্কার ঘোষণা করা হলেও, অর্থনীতির পুরস্কারটি ঐতিহ্যগতভাবে সর্বশেষে ঘোষণা করা হয়।
বিশ্লেষকরা বলছেন, এই তিন অর্থনীতিবিদের গবেষণা ভবিষ্যতের অর্থনৈতিক নীতিনির্ধারণ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং টেকসই প্রবৃদ্ধির পথে নতুন দিকনির্দেশনা দেবে—যা বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ রূপ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।