স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ৭১৫ জন


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৫:৪২ পিএম

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ৭১৫ জন
ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে নতুন করে ৭১৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৭ জনে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। বরিশাল বিভাগে সর্বোচ্চ ১৩১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এরপর ঢাকা বিভাগে ১৪২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪১ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১১৪ জন রোগী ভর্তি হয়েছেন। চট্টগ্রামে নতুন করে ভর্তি হয়েছেন ৭০ জন, খুলনায় ৪১ জন, ময়মনসিংহে ৩৪ জন, রাজশাহীতে ৩২ জন এবং রংপুর বিভাগে ১০ জন।

এদিন যারা মারা গেছেন, তাদের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা এবং অন্যজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার।