প্রবাস
ওমরাহ পালন এখন আরও সহজ, সুখবর দিল সৌদি আরব
বিশ্বজুড়ে মুসলমানদের জন্য ওমরাহ পালনের প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন করতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে—এখন থেকে সৌদিতে অবস্থানরত সব ধরনের ভিসাধারী ওমরাহ পালন করতে পারবেন।
এর আওতায় ব্যক্তিগত ভিজিট, পারিবারিক ভিজিট, ই-ট্যুরিস্ট, ট্রানজিট এবং কর্মসংস্থান ভিসাধারীরাও ওমরাহ আদায় করতে পারবেন। এই পদক্ষেপ মুসলমানদের জন্য পবিত্র ওমরাহ পালনকে আরও সহজলভ্য ও নির্বিঘ্ন করার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ বলে জানায় মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, ওমরাহ ও হজ সেবাকে আরও সম্প্রসারিত করার মাধ্যমে অনেক বেশি মুসল্লি ও ভ্রমণার্থীকে এই সেবার আওতায় আনা সম্ভব হবে। পাশাপাশি এটি সৌদি আরবের “ভিশন ২০৩০” লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া সম্প্রতি দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় ‘নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম’ নামে একটি আধুনিক অনলাইন সেবা চালু করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে ওমরাহ পালনে আগ্রহীরা সহজেই আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়ায় রয়েছে—ওমরাহ প্যাকেজ নির্বাচন, পারমিট গ্রহণ, সেবা বুকিং এবং সময় নির্ধারণ—সবকিছু এক জায়গায় সম্পন্ন করার সুবিধা।
মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ মুসল্লিদের সর্বোত্তম সেবা দেওয়ার ক্ষেত্রে। তাদের লক্ষ্য হলো, পবিত্র মক্কা ও মদিনায় আগত প্রতিটি মুসল্লির আধ্যাত্মিক ভ্রমণকে যেন নিরাপদ, সুশৃঙ্খল ও অনন্য অভিজ্ঞতায় পরিণত করা যায়।
এই পদক্ষেপে বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কারণ, আগে যেখানে নির্দিষ্ট ভিসাধারীরাই ওমরাহ পালন করতে পারতেন, এখন প্রায় সব ভিসাধারীদের জন্যই উন্মুক্ত হয়েছে এই পবিত্র সুযোগ। এতে সৌদি আরবের ধর্মীয় সেবা খাতে নতুন এক দিগন্ত উন্মোচিত হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।